দিন কয়েক আগের কথা। স্তম্ভিত হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। কারণ নিজের বাড়িতে জিম করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে ভরতি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পরে জানা যায়, দাদার মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এবং সমস্ত উদ্বেগের অবসান ঘটিয়ে, আজ ৭ জানুয়ারি, বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেহালার বাড়িতে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই, ক্রিকেট প্রেমী সহ সৌরভের অনুগামীরা ভীষণ খুশি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় এদিন সংবাদমাধ্যম থেকে শুরু করে অনুরাগীদের উদ্দেশ্যে সৌরভকে কথা বলতে দেখা যায়। তখন তার পাশে হাসপাতালের আধিকারীকরাও ছিলেন। সৌরভ বলেন, তিনি আগের থেকে অনেক ভালো বোধ করছেন। তিনি একদম সুস্থ। আর কিছুদিনের মধ্যেই তিনি আগের রুটিনে ফিরে যেতে পারবেন বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আগামী ৩-৪ সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর তিনি আগের মতো জীবনযাপন করতে পারবেন।